Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জেলা মহিলা বিষয়ক কর্মকার্তার কার্যালয়
ছবি
ডাউনলোড
label.column.field_office_cism
কি সেবা কিভাবে পাবেন
 
(১) প্রশিক্ষণ কার্যক্রমঃ মহিলাদের কে ৩ (তিন) মাস ব্যাপী আধুনিক দর্জি বিজ্ঞান, ব্লক বাটিক, বিউটিফিকেশন, মোবাইল ফোন সাভিসিং কোর্স বিভিন্ন ধরণের প্যাকেট ও ঠোঙ্গা তৈরী এবং শো পিছ তৈরী প্রশিক্ষণ প্রদান করা হয়। (২) ভিজিডিঃ ইউনিয়ন ভিত্তিক সামাজিক নিরাপত্তা বেষ্টুনীর আওতায় দুঃস্থ মহিলাদেরকে খাদ্য সহায়তা। (৩) দরিদ্র মার জন্য মাতৃত্বকাল ভাতাঃ ইউনিয়ন ভিত্তিক সামাজিক নিরাপত্তা বেষ্টুনীর আওতায় দুঃস্থ মহিলাদেরকে অর্থ সহায়তা। (৪) কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলঃ পৌরসভা ভিত্তিক সামাজিক নিরাপত্তা বেষ্টুনীর আওতায় দুঃস্থ গর্ভবতী মহিলাদেরকে অর্থ সহায়তা। (৫) ক্ষুদ্র ঋণ কার্যক্রমঃ প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদেরকে আয়বদ্ধক কর্মসূচীর জন্য ঋণবিতরণ । (৬) স্বেচ্ছাসেবী মহিলা সমিতি রেজিঃ ও অনুদানের জন্য আবেদনপত্র প্রেরণঃ মহিলাদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি রেজিষ্টেশন দান ও প্রতিবছর সাধারণ ও বিশেষ অনুদানের জন্য সদর দপ্তরে আবেদনপত্র প্রেরণ । (৭) নারী ও শিশু নির্যাতন পাচার প্রতিরোধ, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ সংক্রান্ত সচেতনতা মূলক উঠান বৈঠক কার্যক্রম । (৮) ডে কেয়ার সেন্টারঃ সকল শ্রেণীর কর্মজীবি মায়েদের ০৬ মাস হতে ৬ বছর পর্যন্ত বাচ্চাদেরকে মাতৃস্নেহে সকাল ৮.৩০ হতে বিকাল ৫.৩০ পর্যন্ত ডে কেয়ার সেন্টারে থাকার ব্যবস্থা এবং সরকারী ব্যয়ে খাবার, লেখা-পড়া ও বিনোদনের ব্যবস্থা রয়েছে ।
সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

চিটিজেন চার্টার

 

ক্রঃনং

সেবারধরন

সেবা গ্রহনকারী সংস্থা/ব্যক্তি

সেবার বিবরণ

সেবা প্রদানের স্থান

ল্যাকটেটিং মাদার সহায়তা প্রকল্প

দারিদ্র পীড়িত ও দূঃস্থ কর্মজীবি মা

প্রতি মাসে ৩৫০/- হারে দুই বছর মেয়াদে পৌরসভায় ৮০০ জন কর্মজীবি মহিলাকে এই ভাতা প্রদান করা হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,মাদারীপুর

দরিদ্র মার জন্য মাতৃত্বকালীন ভাতা কর্মসূচী

পল্লী এলাকার দরিদ্র  গর্ভবর্তী মা

প্রতি মাসে ৩৫০/- হারে দুই বছর মেয়াদে প্রতি ইউনিয়নে জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,কুমিল্লা ১৮ জন দূঃস্থ মহিলাকে এই ভাতা প্রদান করা হয়।

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,মাদারীপুর

ভি.জি.ডি কার্যক্রম

দারিদ্রপীড়িত ও দূঃস্থ গ্রামীন মহিলা

২৪ মাস মেয়াদী খাদ্য সাহায্য ও আত্বকর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রশিক্ষন প্রদান করা হয়।

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,মাদারীপুর

মহিলাদের আত্নকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋন তহবিল

গ্রামীন দরিদ্র ও নিম্ন আয়ের মহিলাদের

পল্লী অঞ্চলের দরিদ্র ও নিম্ন আয়ের মহিলাদের আত্ন-কর্মসংস্থানের উদ্দেশ্যে সমিতির মাধ্যমে ৫০০০/- থেকে ১৫০০০/- পর্যন্ত সল্প সুদে ঋন প্রদান করা হয়।

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,মাদারীপুর

W.T.Cপ্রশিক্ষন প্রকল্প

পল্লী অঞ্চলের দরিদ্র মহিলা

স্থানীয় বাজারের চাহিদার প্রেক্ষিতে ৩ বছর মেয়াদে ৫ টি ট্রেডে (সূচী শিল্প,আধুনিক দর্জি বিদ্যা,ব্লক বাটিক,বিউটিফিকেশন,নার্সারী) ৪ টি ব্যাচে প্রতি ট্রেডে ১০ জন করে মোট ৫০ জনকে প্রশিক্ষন প্রদান করা হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,মাদারীপুর

 বেগম রোকেয়া পদক বিতরন

নারী শিক্ষা,নারী অধিকার গ্রাম বা্ংলার লোকজন সাহিত্য ওসংস্কৃতির মাধ্যমে নারী জাগরন নারীদের আর্থসামাজিক  উন্নয়নে সম্পৃক্ত  যে কোন মহিলা নাগরিক

প্রতি বছর মে মাসে বিভিন্ন মন্ত্রণালয়/ বিভাগ/বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানে মনোনয়ন আহবান করা হয়। ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস অনুষ্ঠানে বা আলাদা ভাবে এই পদক প্রদান করা হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রশাসন-২ শাখা

 

মহিলা সহায়তা কেন্দ্র

নির্যাতিত নারী ও শিশু

নির্যাতিত, দূঃস্থ অসহায় নারী ও শিশুদের সাময়িক আশ্রয় প্রদান ও সমাজে পূর্ন বাসনের লক্ষে আয়বর্ধক প্রশিক্ষন প্রদান করা হয়।আবেদনের প্রেক্ষিতে তাৎক্ষনিকভাবে আইনগত সহায়তা সহ আশ্রয় প্রদান করা হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ,মাদারীপুর )।

বাংলাদেশ মহিলা কল্যান পরিষদ

(বামকপ)

নিবন্ধীকৃত মহিলা সেচ্ছাসেবী সমিতি সমুহ

মহিলাদের আত্ন কর্মস্থানের  জন্য নিবন্ধনকৃত মহিলাসমিতিকে আবেদনের ভিত্তিতে বছরে একবার আর্থিক অনুদান দেওয়া হয়।

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,মাদারীপুর

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও পাচার রোধ

নির্যাতিত নারী ও শিশু

মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত নারী নির্যাতন প্রতিরোধ কমিটি স্থানীয়ভাবে নারী ও শিশু নির্যাতনমূলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহনের ব্যবস্থা করে। নারী নির্যাতন প্রতিরোধ সেল নির্যাতিত নারীদের বিনামুল্যে সব ধরনের আইনগত সহ্য়তা প্রদান করে। কাইন্সিলিং এর মাধ্যমে পারিবারিক নির্যাতনের শিকার নারীদের পারিবারিক বিরোধ নিস্পত্তি , তালাকপ্রাপ্ত নারীদের দেনমোহরের টাকা আদায়,বিবাদীর (স্বামী)নিকট হতে স্ত্রীর ভরনপোষন, খোর পোষ ও সন্তানের ভরন পোষন আদায় করা হয়।এছাড়াও সেলের আইনজীবিদের মাধ্যমে কোর্টে আইনগত সআয়তা প্রদান করা হয়।

জেলা/উপজেলা

মবিঅ

১০

নারী নির্যাতন ও যৌতুক সংক্রান্ত অভিযোগ

অভিযোগকারী

অভিযোগ নিস্পত্তি

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,মাদারীপুর

যোগাযোগ
যোগাযোগ
 
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, মাদারীপুর।
 
মাদারীপুর। মোবাইলঃ০১৭১৬৬৩৩০৯