Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিক্ষা

খালিয়া ইউনিয়ন সেই বৃটিশ আমল থেকেই শিক্ষায় এ থানার মধ্যে এগিয়ে । খালিয়া গ্রামের রাজা রাম ইনস্টিটিউশন -এর কার্যক্রম শুরু হয়েছিল অনেক আগে থেকে যদিও এর স্থাপিতর সালটা ১৯০০ । এ ইউনিয়নের শিক্ষার হার ৫০% প্রায় ।

 

এ ইউনিয়নে কোন বিশ্ববিদ্যালয় নাই তবে গনউন্নয়ন প্রচেষ্টা নামে এখানে যে NGO আছে তার প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম আতাউর রহমান ভারতের "শান্তি নিকেতন" এর আদলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চেয়ে ছিলেন । এখন এখানে বিভিন্ন NGO/Business organaition এর ট্রেনিং হয় । যার নাম এখন "শান্তি কেন্দ্র" 

 

খালিয়া ইউনিয়নে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে ১টি । শহীদ সরদার সাজাহান স্কুল এন্ড কলেজ

 

মাধ্যমিক বিদ্যালয় ৩টি ১। খালিয়া রাজারাম ইনস্টিটিউশন, ২। উল্লাবাড়ী ইউনাইটেড বিদ্যালয়, ৩। সাতপাড় দীপচাদ উচ্চ বিদ্যালয় ।

 

সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯টি ১। খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,

২। খালিয়া- সেনদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,

৩। দক্ষিণ খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,

৪। পশ্চিম সরমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়,

৫। পূর্ব সরমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়,

৬। ছাতিয়ান বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়,

৭। সাতপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়,

৮। বৌলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়,

৯। মাচারং সরকারি প্রাথমিক বিদ্যালয়,

 

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৯টি

১। হৃদয়নন্দী রেঃ সঃ প্রাঃ বিঃ

২। নয়াকান্দি রেঃ সঃ প্রাঃ বিঃ

৩। সেনদিয়া রেঃ সঃ প্রাঃ বিঃ

৪। পলিতা রেঃ সঃ প্রাঃ বিঃ

৫। উত্তর সাতপাড় রেঃ সঃ প্রাঃ বিঃ 

৬। পূর্ব সাতপাড় রেঃ সঃ প্রাঃ বিঃ 

৭। নুরপুর রেঃ সঃ প্রাঃ বিঃ 

৮। চিকন্দী রেঃ প্রাঃ বিঃ 

৯। ঘোষালকান্দী সামসুল হক মোল্লা রেঃ প্রাঃ বিঃ

 

এছাড়া খালিয়া ইউনিয়নে আরও আনেক NGO ও ইসলামিক ফাউন্ডেশন এবং হিন্দু কল্যাণ ট্রাষ্টের যথাক্রমে মসজিদএবং মন্দির ভিত্তিক প্রাথমিক বিদ্যালয় আছে ।